“ইসরাইল ইহার সকল নাগরিকদের জন্য একটি দেশ নয়। বরং এটি ইহুদি এবং কেবলমাত্র ইহুদিদের জন্যই একটি জাতি-রাষ্ট্র।” – বেনজামিন নেতানিয়াহু।গণতন্ত্র, জনগণের পছন্দে নির্বাচিত একটি শাসনব্যবস্থা, সকল নাগরিকের সমান অধিকারের উপর প্রতিষ্ঠিত। স্বভাবতই একটি গণতান্ত্রিক রাষ্ট্রে অনাগরিক ও নাগরিকদের মধ্যে বৈষম্য লক্ষ্য করা যায়। কিন্তু ইসরাইল নিম্নোক্তক্ষেত্রে ব্যক্তিগত পরিচয়ের ভিত্তিতে বৈষম্য সৃষ্টি করে:
১) ইহুদি অনাগরিক ও অনিহুদি(কিংবা ফিলিস্তিনি) অনাগরিকদের মধ্যে:
২) ইহুদি নাগরিক ও অনিহুদি নাগরিকদের মধ্যে:
- আইনগত পৃথকীকরণ:
- জমি বরাদ্দকরণ ও প্রশাসনিক ক্ষেত্রে পৃথকীকরণ:
- শিক্ষাব্যবস্থার উপর নিয়ন্ত্রণ:
- রাষ্ট্রীয় সম্পদ ও সামাজিক কল্যাণের বৈষম্যমূলক বণ্টন:
৩)আনুষ্ঠানিকভাবে ইসরাইলে সংযুক্ত অঞ্চলে ইহুদি ও অনিহুদিদের মধ্যে:
- পূর্ব জেরুজালেমে এটি:
- গোলান মালভূমিতে এটি:
৪)পশ্চিম তীরের মতো আনুষ্ঠানিকভাবে যুক্ত না করলেও সামরিক দখলের অধীনস্থ অঞ্চলে ইহুদি ও অনিহুদিদের মধ্যে এটি:
- ইহুদিদের আবাসন নিশ্চিত করে অনিহুদিদের নাগরিকত্ব অস্বীকার করে।
- পশ্চিম তীর থেকে দেশত্যাগে বাধ্য হয়েছে এমন অনিহুদিদের স্বদেশ প্রত্যাবর্তনের অধিকার লঙ্ঘন করে এবং ইহুদিদের আবাসন বৃদ্ধি করছে।
- বিভিন্ন রাস্তা-ঘাট বন্ধ করে সামরিক চেকপয়েন্ট ব্যবস্থায় স্বাধীনভাবে চলাচল দুর্গম করেছে, ইহুদি বাসিন্দাদের ক্ষেত্রে আবার এটি কোনো রকম সমস্যা সৃষ্টি করে না।
- অনিহুদিদের জমি দখল করে ইহুদিদের জন্য বাড়িঘর নির্মাণের পরিমাণ বাড়িয়ে চলছে।
- অনিহুদিদেরকে প্রায় কখনোই বিল্ডিং অনুমোদন প্রদান করে না।
- ইহুদি ও অনিহুদিদের মধ্যে বৈষম্যকারক প্লানিং নীতি প্রণয়ন করে চলছে।
- সামরিকভাবে সংযুক্ত অঞ্চলে ইসরাইল বৈবাহিক সম্পর্কের অনিহুদিদেরকে আইনি স্বীকৃতি প্রদান করেনা, এককথায় তাদের পারিবারিক একীকরণের অধিকার লঙ্ঘন করছে।
- স্থানীয় অনিহুদির সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ কোনো বৈদেশিক যদি পশ্চিম তীরে পরিদর্শন/বসবাসের অনুমোদন নিতে চান তাহলে কর্তৃপক্ষের কাছে তিনি উক্ত সম্পর্ক প্রকাশ করতে বাধ্য। উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে, এরূপ কোনো সম্পর্ক স্বীকার করলে বৈদেশিকগণ স্বয়ংক্রিয়ভাবেই কর্মক্ষেত্র, শিক্ষা, স্বেচ্ছাসেবা, শিক্ষকতার অনুমোদন থেকে নিষিদ্ধ তালিকাভুক্ত হয়ে যান। এজাতীয় কোনো কিছুই পশ্চিম তীরের ইহুদিদের সাথে সম্পর্কে আবদ্ধ বৈদেশিকদের উপর প্রযোজ্য নয়।
- অনিহুদির বিরুদ্ধে ইহুদি বাসিন্দাদের সহিংসতাকে প্রশ্রয় দেয় এবং অনিহুদিদের বিরুদ্ধে অমানবিক ও মাত্রাতিরিক্ত জোর প্রয়োগ করে।
- উক্ত সবকিছু এই ভূমিতে অপরিবর্তনীয়ভাবে উপনিবেশ স্থাপনের উদ্দেশ্যে চালিয়ে যাচ্ছে, আরিয়েল শারনের কথায়।
৫) ইহার নিয়ন্ত্রিত অঞ্চলে ইহুদি ও অনিহুদিদের মধ্যে:যেমন- বহু দশকের পরিচয়বাদী সামরিক দখল শেষে গাজা স্ট্রিপে অবরোধ জারি করার পূর্বে শুধুমাত্র ইহুদি বাসিন্দাদেরকে স্থানত্যাগের সুবিধা প্রদান এবং উপরিউক্ত বর্ণনানুযায়ী বৈষম্যমূলক ব্যবস্থা অব্যাহত রাখা।
সাইন-আপ করুন একজনগণতান্ত্রিক একক দেশ সমাধানের সমর্থন প্রকাশ করতে।
মাধ্যমে এই বিষয় শেয়ার করুন